ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইছামতি নদী পরিণত হয়েছে সরু নালায়

প্রকাশিত : ১৪:১১, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৪:১১, ১৫ মে ২০১৬

দখল-দূষনে পাবনার ইছামতি নদী পরিণত হয়েছে সরু নালায়। এক সময়ের প্রমত্তা এ নদীর কোনো কোনো জায়গা এখন ময়লা-আবর্জনার ভাগাড়। এ অবস্থায় বিশেষ পরিকল্পনা ও অর্থায়নে ইছামতি নদীর প্রাণ ফিরিয়ে আনার দাবি পাবনাবাসীর। পাবনার ইছামতি নদীতে চলতো বড় বড় নৌযান। শহর থেকে বেড়া উপজেলা পর্যন্ত ৫৫ কিলোমিটার নদীর অর্ধেক এখন নর্দমা। পৌর এলাকার শালগাড়িয়া শ্মশানঘাট পর্যন্ত ৫ হাজার বর্গফুট এলাকা হয়ে গেছে বেদখল। বিভিন্নস্থানে ১২০ থেকে ২০০ ফুট প্রস্থের ইছামতি এখন মাত্র ৭০ থেকে ৮০ ফুট। ইছামতি নদীতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে বিভিন্ন সময় প্রকল্প গ্রহন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। মাত্র ১২ কিলোমিটার নদী খনন করে পাবনা সেচ প্রকল্পের সাথে যুক্ত করার দাবী পাবনার সুধী সমাজের। নদী মরে যাওয়ায় বিরুপ প্রভাব পড়েছে জেলার পরিবেশ ও জলবায়ুর ওপরও। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি। বিশেষ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে ইছামতির প্রাণ ফেরাতে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করছেন পাবনার মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি