সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সঙ্গে শেখ হাসিনার বৈঠক
প্রকাশিত : ১৪:৫১, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১৫:০০, ১২ মার্চ ২০১৮
সিঙ্গাপুরে চারদিনের সরকারি সফরে আজ সোমবার ব্যাস্ততম দিন পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দুটি সমঝোতা স্মারক সই ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক দেশটির শ্রমবাজারের কাজের পরিবেশ তৈরি ও জনশক্তি রপ্তানির প্রক্রিয়া অব্যাহত রাখার আহ¦ান জানান।
সিঙ্গাপুর সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে দু’টি সমঝোতা স্মারক দু’টি সই হয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং উড়োজাহাজ চলাচলে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক দু’টি সই হয়।
এর আগে সিঙ্গাপুরের ইস্তানা’য় প্রথম নরী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইস্তানা’য় পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনী। এসময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
আরও পড়ুন