ইউএস-বাংলায় ছিলেন পরিকল্পনা বিভাগের দুই নারী কর্মকর্তা
প্রকাশিত : ১৮:১০, ১২ মার্চ ২০১৮
নেপালে বিধ্বস্ত হওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিমানে পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) দুই নারী কর্মকর্তা ছিলেন। জিইডির সদস্য ড. শামসুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা হলেন- সিনিয়র সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরী ও উম্মে সালমা। সরকারি এক সেমিনারে অংশ নিতে এই দুই কর্মকর্তা নেপালে গিয়েছিলেন।
প্রসঙ্গত, দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়। নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
শামসুল আলম জানান, আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। নেপাল দূতাবাসে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি বলেন, তাদের সাথে আমাদের সবশেষ দুপুর সাড়ে ১২টার দিকে কথা হয়েছিল।
বিমানটিতে ৩৭ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২ জন শিশু ছিল। ৬৭জন যাত্রীর মধ্যে বাংলাদেশের ছিলেন ৩২জন নাগরিক, নেপালের ৩৩জন, মালদ্বীপের ১জন এবং চীনের ১জন ছিলেন বলে ইউএস বাংলা এয়ারলাইন্স সুত্রে জানা গেছে।
আর / এআর
আরও পড়ুন