ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ক্যাপ্টেন আবিদ মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১২:২৪, ১৩ মার্চ ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান বৈমানিক ক্যাপ্টেন আবিদ আর নেই। ইউএস বাংলার জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে কখন তিনি মারা গেছেন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে মারা গেছেন তিনি।

গতকালের দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়।দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।

প্রসঙ্গত, ঢাকা থেকে নেপাল ছেড়ে যাওয়া ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়। 



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি