ভোট চলছে সুন্দরগঞ্জ ও নাসিরনগরে (ভিডিও)
প্রকাশিত : ১২:২৭, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ১৩ মার্চ ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী (নৌকা), জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খান (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ)।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। ফলে আসনটি শূন্য হয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত বছরের ১৬ ডিসেম্বর মারা যান। এ দুই সাংসদের মুত্যুতে আসন দুটি শূন্য হলে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।
পরে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার এই দুটি আসনে ভোটগ্রহণ চলছে।
একে// এআর
আরও পড়ুন