ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

‘ক্যাপ্টেনের কোনো ভুল ছিল না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৩ মার্চ ২০১৮

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফ্লাইট ক্যাপ্টেন আবিদ সুলতানের কোনো ভুলভ্রান্তি ছিল না বলে দাবি করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা জানান ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের মনে হচ্ছে, এখানে ক্যাপ্টেনের কোনো সমস্যা ছিলো না। আমরা তার কোনো ভুলভ্রান্তি খুঁজে পাইনি।

কামরুল ইসলাম জানান, ক্যাপ্টেনের কাছে এয়ারফিল্ড, এয়ারক্রাফট নতুন কিছু না। কারণ ইউএস-বাংলার ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের বিমানে তিনি ১৭০০ ঘণ্টা ফ্লাই করেছেন। এছাড়া বাংলাদেশের এভিয়েশনে ৫০০০ ঘণ্টার উপরে কাজ করেছেন। কাঠমান্ডু এয়ারফিল্ডে শতাধিক ল্যান্ডিংও ওনার আছে। এ ঘটনায় আমাদের মনে হয় না, ক্যাপ্টেনের কোনো ভুলভ্রান্তি আছে।

তিনি বলেন, এটিসি কন্ট্রোল ও পাইলটের লাস্ট মিনিটগুলোর কনভারসেশন ভাইটাল এভিডেন্স হিসেবে কাজ করবে। ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। ইউটিউবে অডিও এসেছে। আমরা সেটা শুনেছি। সেখানে একটা কনফিউশন আছে। এ ধরণের অবস্থার মধ্যে এটিসি কন্ট্রোল থেকেও মিসগাইডেড হতে পারে। আমরা আশা করছি, প্রকৃত দোষী কে তা বেরিয়ে আসবে।

অন্যদিকে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, যে দিক দিয়ে বিমানটির রানওয়েতে নামার কথা ছিল, পাইলট নেমেছেন তার উল্টো দিক দিয়ে।

নেপালি কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী খড়গা প্রসাদ শর্মা অলি। বিমান দুর্ঘটনার তদন্ত করতে ইতোমধ্যে কাঠমান্ডু পৌঁছে গেছেন ইউএস বাংলার সিইউ, ডিএমডিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

কামরুল বলেন, নেপালের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য ইউএস বাংলা প্রস্তুত।

ইউএস বাংলা কর্তৃপক্ষের সঙ্গে ফ্লাইট ক্যাপ্টেন আবিদের দ্বন্দ্বের খবর গণমাধ্যমে এলে সেটাকে ‘ভুল’ মেসেজ’ বলে মন্তব্য করেছেন কামরুল ইসলাম। তিনি বলেন, ককপিটে বসে ফ্লাইট শুরু করার আগ মুহূর্তেও যদি পাইলট মনে করেন তিনি ‘নট ফিট ফর দ্য ফ্লাই’ তবে কোনো অথরিটির রাইট নাই তাকে প্রেসার দেয়।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে ৭১ জন আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটি। ওই ফ্লাইটের মোট ৬৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩২ জনই বাংলাদেশের। আর ৩৩ জন নেপালের, একজন করে মালদ্বীপ ও চীনের নাগরিক ছিলেন। এ ঘটনায় ৪৯ যাতী নিহত হন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি