ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘তত্ত্বাবধায়কের স্বপ্ন কখনোই পূরণ হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৩ মার্চ ২০১৮

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি যে স্বপ্ন দেখছে তা আর কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। মঙ্গলবার দুপুরে ভোলা সদরের শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে সরকারের কিছুই করার নাই। তবে আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ মো. ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি