ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

চিকিৎসাধীন ১০ বাংলাদেশির নাম প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৩ মার্চ ২০১৮

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১০ বাংলাদেশির নাম প্রকাশ করছে ইউএস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বিকেলে ইউএস-বাংলার বারিধারা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং সাপোর্ট এন্ড পাবলিক রিলেশন) কামরুল ইসলাম।
এসময় তিনি  জানান,  বিমানে  বাংলাদেশী যাত্রী,ক্রু, পাইলট সহ ৩৬ জনের মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকি ১০ জন নেপালের বিভিন্ন হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে নরভিক হাসপাতালে আলী ইয়াকুব, ওএম হাসপাতালে হক এমডি রেজুয়ানাল চিকিৎসাধীন আছেন। এছাড়া নেপালের কেটিএম-এমসিএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন- হাসি এমরানা কবির, আহমেদ শাহরিন, রুবায়েত শেখ রাশিদ, এ্যানি আলমুন নাহার,স্বর্না সায়েদা কামরুননাহার, হোসাইন এমডি কবির,ব্যাপারী এম শাহীন।
তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নেপালের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের যাবতীয় চিকিৎসা খরচসহ অন্যান্য ব্যয়ভার বহন করছে ইউএস-বাংলা। তিনি জানান, ইউএস-বাংলা যাত্রীদের প্রতিটি ফ্যামিলির সঙ্গে যুক্ত আছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের স্বজনদের মধ্যে ৪৬ জনকে আমরা সকালে কাঠমান্ডুতে পাঠিয়েছি। তাদের আত্মীয়-স্বজনদের সেবা দেওয়ার জন্য যতদিন সেখানে থাকতে হয় তার যাবতীয় খরচ বহন করবে ইউএস-বাংলা।
উল্লেখ্য,নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ৪ ক্রুসহ ৬৭ আরোহীবাহী বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি