ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় ত্রিভুবন এয়ারপোর্ট কতৃপক্ষ-ই দায়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৪ মার্চ ২০১৮

নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় ত্রিভুবন এয়ারপোর্ট কতৃপক্ষ-ই দায়ী, আবারো এমন অভিযোগ করে সুষ্ঠু তদন্ত চেয়েছে ইউএস বাংলা। একুশে টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপে বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এসব কথা বলেন। আর বিমানবন্দরটির ট্রাফিক কন্ট্রোলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জোর দাবি করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হাসান মাসুদ।

গেল সোমবার দুপুরের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে ৬৭ যাত্রী ও ৪ জন ক্রুসহ বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতানসহ ৫১ জন মারা যান।

দুর্ঘটনার পর থেকে ইউএস বাংলা কতৃপক্ষ তাদের উড়োজাহাজে কোন ত্রুটি ছিল না বলে দাবি করে আসছে। সংস্থাটির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, এখন সব কিছু জানা যাবে।

এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হাসান মাসুদও দুর্ঘটনায় দায় চাপিয়েছেন এয়ারপোর্ট কতৃপক্ষের উপর।

বিভিন্ন সময়ে নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ৭০টি দুর্ঘটনায় প্রায় সাড়ে ছয়শ মানুষ মারা যান বলে জানান তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি