ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যে ৩৮ সংসদীয় আসনের সীমানা বদলাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৪ মার্চ ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হচ্ছে। এ সংক্রান্ত খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী, ১৬ জেলার ৩৮টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হবে।

আজ বুধবার বেলা ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব হেলালুদ্দীন বলেন, আজকেই এ তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। সীমানা নিয়ে কারও আপত্তি থাকলে আগামী ১ এপ্রিল বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত আকারে প্রকাশ করবে কমিশন।

জানা গেছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিশেষজ্ঞদের প্রতিবেদন পেশ করা হয় ওই বৈঠকে। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বাধীন কমিটি এ রিপোর্ট গ্রহণ করে।

ঢাকা, নারায়ণগঞ্জ, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, পাবনা,শরীয়তপুর, খুলনাসহ বেশ কয়েকটি জেলার আসনে রদবদল আসছে।

খসড়া অনুযায়ী, ২০১৪ সালে দশম সংসদে আসন যেভাবে ছিল, সেভাবে থাকবে। শুধু নতুন উপজেলা ও ছিটমহলগুলো সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হবে। এক্ষেত্রে ২০১৪ সালের পর নবগঠিত উপজেলাগুলো যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এছাড়া লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আসনে ছিটমহলের কারণে পরিবর্তন আসবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি