ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সহজে যারা পড়াশোনা রপ্ত করতে পারে না তাদের জন্য নতুন শিক্ষা পদ্ধতি

প্রকাশিত : ১০:২১, ১৭ মে ২০১৬ | আপডেট: ১০:২১, ১৭ মে ২০১৬

সহজে যারা পড়াশোনা রপ্ত করতে পারে না তাদের জন্য নতুন শিক্ষা পদ্ধতি আবিষ্কার করেছেন মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। শিক্ষার্থীদের গৎবাধা শিক্ষা পদ্ধতি থেকে বের করে আনতে শতাধিক পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি। আর এতে কঠিন সব বিষয় সহজে শিখতে পেরে খুশি শিক্ষার্থীরা। কৌশলগুলো পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করতে চান তিনি। ছড়ায় ছড়ায় শিশুরা মুখস্থ করছে ৭ মহাদেশের নাম, মৌলিক সংখ্যা, ভাজ্য-ভাজক, জ্যামিতি ও ত্রিকোনমিতিসহ নানা বিষয়। কোনটি ছড়া দিয়ে, কোনটি খেলার ছলে, কোনটি মজার বাক্যে, কোনটি আবার সূত্র হিসেবে কঠিন পড়া রপ্ত করে নিচ্ছে শিক্ষার্থীরা। পাঠ্য বইয়ের পড়া মনে রাখতে এভাবে ক্লাসে পড়াচ্ছেন মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অঞ্জলি ঘোষ। অঞ্জলি ঘোষের বিশেষ পদ্ধতির এই পাঠদানে সহজে সব ধরণের পড়া রপ্ত করতে পেরে খুশি তাঁর ছাত্রছাত্রীরা। আর তার এই পদ্ধতিতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কৌশলগুলো পাঠ্যপুস্তকে অন্তর্র্ভূক্ত করার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে সরকারের সহায়তা চেয়েছেন অঞ্জলি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি