ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ড. আলীম-আল-রাজীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৫ মার্চ ২০১৮

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, আইনজ্ঞ ও শিক্ষাবিদ ড. আলীম-আল-রাজীর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আলোচনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ, সন্ধানী জাতীয় চুদান সমিতি, ড. রাজী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান : সিটি ল’ কলেজ, ঢাকা, নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল ও ড. আলীম-আল-রাজী হাইস্কুল, লাউহাটি, টাঙ্গাইলসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ড. রাজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।

ড. আলীম-আল-রাজী স্মৃতি পরিষদ সকালে বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবে।
১৯৬৫ সালে ড. রাজী পাকিস্তান জাতীয় পরিষদের স্বতন্ত্র সদস্য নির্বাচিত হন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী ন্যাপ) এবং পরে তার নিজ দল বাংলাদেশ পিপলস লীগের ব্যানারে বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখেন।

ৎতিনি তার মূল্যবান বইয়ের বিশাল ভাণ্ডার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন লাইব্রেরিকে দান করে গেছেন। এ ছাড়া আলীম-আল-রাজী মরণোত্তর চুদান করে গেছেন। তার চোখের কর্ণিয়া ধারণ করে এখনো পৃথিবীর আলো দেখছেন দুইজন হতদরিদ্র মানুষ। বিজ্ঞপ্তি।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি