ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘নিহত ১৯ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১৫ মার্চ ২০১৮

ইউএস-বাংলা উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে বাংলাদেশের ১৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান। তিনি বলেন, এখন সেগুলো শনাক্ত করা হবে। মরদেহ দেশে আনার সব চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

উড়োজাহাজ বিধ্বস্তের তদন্তে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিমান দুর্ঘটনার ঘটনা বিচারে বলা যায়, `নেপাল ট্র্যাজেডি` তদন্তে এক থেকে দেড় বছরও সময় রাগতে পারে। আইকার (আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) নিয়ম অনুযায়ী এটাই তদন্তের নিয়ম।

এ ঘটনার তদন্তের বিষয়ে নাইম হাসান বলেন, এ ঘটনার তদন্ত করবে নেপাল। তবে তদন্তের ক্ষেত্রে আমাদের টিম তাদের সাথে যোগাযোগ রাখবে। এ প্রক্রিয়া চলামান থাকবে। নিহতদের মধ্যে ১৯ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান ও পরিচালক (ফ্লাইট সেফটি) চৌধুরী জিয়াউল কবির।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি