ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৫ দপ্তরে সচিব পদে রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৫ মার্চ ২০১৮

সরকার পাঁচ দপ্তরের সচিব পদে রদবদল করেছে। স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ পাঁচ দপ্তরে এই রদবদল হয়েছে। 

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে বদলি করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তথ্যমন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে বদলি করে পাঠানো হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ে।

পাশাপাশি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকা অতিরিক্ত সচিব মো. নুরুল আমিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে থাকা অতিরিক্ত সচিব কবির বিন আনোয়ারকে ভারপ্রাপ্ত সচিব করে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি