ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া প্রার্থনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪১, ১৬ মার্চ ২০১৮

 নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য মসজিদে, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে আজ শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে। এদিকে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে।

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তে হতাহতদের জন্য মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে।

মন্দিরে বিশেষ প্রার্থণায় নিহতদের আত্মার শান্তি কামণা ও আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। 

এদিকে আহত আরও তিন যাত্রীকে চিকিৎসার জন্য দেশে আনা হচ্ছে। আহত তিন যাত্রী হলেন- মেহেদী হাসান, আলমুন নাহার এ্যানি ও সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। বিকেলে একটি বিশেষ বিমানে তাদের আনা হবে বলে জানিয়েছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

তাদেরকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। আহত ইয়াকুব আলীকে চিকিৎসার জন্য কাঠমান্ডু থেকে দিলিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত শাহরিন আহমেদকে দেখতে গিয়ে তিনি জানান, দ্রুতই দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে আনা হবে

উল্লেখ্য, গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ৫১ আরোহী নিহত হয়। নিহতদের মধ্য মধ্যে ২৬ জন বাংলাদেশি, নেপালের ২২ জন ও চীনের নাগরিক একজন।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি