ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

মালিতে নিহত চার শান্তিরক্ষীর জানাজা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১৬ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৩২, ১৬ মার্চ ২০১৮

 

আফ্রিকার মালিতে শহীদ ৪ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শুক্রবার ঢাকা সেনানিবাসে ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেনে’ অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শহীদ সেনা সদস্যরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, জেলা- পিরোজপুর (৩৭ এডি রেজি. আর্টি.), ল্যান্স কর্পোরাল আকতার, জেলা- ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি. আর্টি.), সৈনিক রায়হান, জেলা- পাবনা (৩২ ইস্ট বেঙ্গল) সৈনিক (পাঁচক) জামাল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইস্ট বেঙ্গগল)।

জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এবং মিনুসমা ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শান্তিক্ষীদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ী প্রেরণ করা হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তাদের দাফনকার্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, ব্যানব্যাট-৪-এর একটি লজিস্টিক কনভয় এস্কর্ট (নিরাপত্তা দল) গত ২৮ ফেব্রুয়ারি গাঁও হতে মপতি যাওয়ার পথে বোনি-দোয়েঞ্জা সড়কে দোয়েঞ্জা হতে ৩৫ কিলোমিটার পূর্বে সন্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে পড়ে। এই বিস্ফোরণে চারজন বাংলাদেশী শান্তিরক্ষী শাহাদৎ বরণ করেন।

গত ৭ মার্চ মালির রাজধানী বামাকোতে শহীদ বাংলাদেশী শান্তিরক্ষীদের যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ কর্তৃক সম্মান প্রদর্শন করা হয়। সেনা সদস্যদের মরদেহ বৃহস্পতিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় এসে পৌঁছায়। মালিতে নিয়োজিত জাতিসংঘের ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল আমাদু কেনে এই বীর শান্তিরক্ষীদের সম্মান প্রদর্শনের জন্য নিজেই মরদেহের সাথে বাংলাদেশে এসেছেন।  বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি