অ্যাঙ্গেলা মার্কেলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত : ০০:০১, ১৭ মার্চ ২০১৮
চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হওয়ায় অ্যাঙ্গেলা মার্কেলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
২০০৫ সাল থেকে তিনি জার্মান চ্যান্সেলর হিসেবে মনোনীত হয়ে আসছেন। গত বছর সেপ্টেম্বরে জাতীয়তাবাদীদের ঐতিহাসিক সাফল্যের মধ্যেও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় মার্কেলের রক্ষণশীল জোট খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-খ্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়ন (সিডিইউ-সিএসইউ)। বুধবার বিকেলে তিনি শপথ গ্রহণ করেন।
জানা গেছে, নির্বাচনে মার্কেলের জোট সিডিইউ-সিএসইউ পেয়েছে ২৩৯টি আসন। আর অন্য দুই দল এসডিপি ও এএফডি যথাক্রমে ১৫০ ও ৯৪টি আসন পেয়েছে।
আর/টিকে
আরও পড়ুন