বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশিত : ০৮:০১, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:০৬, ১৭ মার্চ ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় টি-২০ নিদাহাস ট্রফির লীগ পর্বের টেস্ট ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দল কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে।
শেখ হাসিনা অভিনন্দন বার্তায় শ্রীলংকাকে হারানোর জন্য জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে বার্তায় আশা প্রকাশ করেন।
সূত্র : বাসস
এসএ/
আরও পড়ুন