ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ১৭ মার্চ ২০১৮ | আপডেট: ০৯:৩০, ১৭ মার্চ ২০১৮

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ত্রিদেশীয় টি-২০ নিদাহাস ট্রফির লীগ পর্বের টেস্ট ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দল কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে।
আবদুল হামিদ অভিনন্দন বার্তায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয়ের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি