ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গে আবারো ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস

প্রকাশিত : ১৬:০৩, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৬:০৩, ১৭ মে ২০১৬

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আবারো ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার আগে বিভিন্ন বুথ ফেরত জরিপে এমনই আভাস মিলেছে। আসামে প্রথমবারের মতো ক্ষমতায় আসছেন মোদির দল বিজেপি। জরিপ অনুযায়ি, তামিলনাড়– ও কেরালায় ক্ষমতা হারাচ্ছেন ক্ষমতাসীনরা। বিধান সভা নির্বাচনের ফলাফল হাতে পেতে বাকি আরও দুদিন। পশ্চিমবঙ্গের বুথ ফেরত জরিপগুলো বলছে, বিপুল ব্যবধানে নিজেদের জয় ধরে রাখছে তৃণমূল কংগ্রেস। সব ঠিক থাকলে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট এবং ক্ষমতাসীন বিজেপিকে পেছনে ফেলে ক্ষমতায় থাকছেন মমতা ব্যানার্জীই। ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছয় দফায় বিধানসভা নির্বাচনে ভোটের সময় বুথফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা প্রতিষ্ঠানগুলো। তাদের জরিপ অনুযায়ি, ২৯৪ আসনের মধ্যে বেশিরভাগই মমতার দখলে থাকবে। এবিপি আনন্দ-নিয়েলসন সমীক্ষাতে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৬৩টি আসন এবং বাম-কংগ্রেস জোট ১২৬টি। এ ছাড়া বিজেপি ১টি আসন পেতে পারে। এনডিটিভি’র জরিপ অনুযায়ি, মমতার দল পেতে পারে ১৯৬টি আসন। অপরদিকে কংগ্রেস-বাম জোট ৯২টি ও বিজেপি পেতে পারে ৩ আসন। ইন্ডিয়া টিভি সি-ভোটার এর সমীক্ষা অনুযায়ি, তৃণমূল পেতে চলেছে ১৬১ থেকে ১৭১টি আসন। আর জোটের দখলে থাকতে পারে ১১২ থেকে ১২৮টি ও বিজেপি পেতে পারে ২ থেকে ৬টি আসন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মমতার দল ২৩৩ থেকে ২৫৩টি আসন পেতে চলেছে। আর জোট পাবে ৩৮ থেকে ৫১টি ও বিজেপি ১ থেকে ৫টি আসন পেতে পারে। তবে উল্টো চিত্র পাশের রাজ্য আসামে। সবগুলো জরিপই বলছে, সেখানে কংগ্রেসকে হটিয়ে প্রথমবারের মতো উত্তর-পূর্বাঞ্চলের এ রাজ্যে জায়গা করে নিচ্ছে মোদির দল বিজেপি। বুথফেরত তথ্য অনুযায়ি তামিলনাড়ু রাজ্যে অবসান ঘটতে চলেছে জয়ললিতার রাজত্বের। সেখানে মূখ্যমন্ত্রী হতে চলেছেন ডিএমকে দলের ৯১ বছরের করুনানিধি। পাশের ছোট রাজ্য পদুচেরিতেও দলকে ক্ষমতায় আনছেন তিনি। বুথফেরত জরিপে কেরালায় কংগ্রেসের ভরাডুবির আভাস মিলেছে। সেখানে ক্ষমতায় ফিরতে যাচ্ছে বামফ্রন্ট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি