ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১৭ মার্চ ২০১৮

গ্রীষ্মকালের আগেই উঠা-নামা করছে তাপমাত্রা। এতে চৈত্রের খর রোদে এখন উত্তাপ ছড়াচ্ছে। আবহাওয়ার বিরুপ আচরণের কারণে বসন্তের শেষে আগামী কয়েক দিনে মধ্যেই তাপমাত্রা বেড়ে যাবে ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী শুক্রবার (২৩ মার্চ) সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা উঠবে। এদিকে আজ শনিবার ঢাকায় সর্বোচ্চ ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকার এ তাপমাত্রা প্রতিনিয়তই উঠা-নামা করছে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ঢাকায় মৌসুমের সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো গত ৪ মার্চ। একই দিনে যশোরে উঠেছিলো সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আগামীকাল রোববার (১৮ মার্চ) ৩৪ ডিগ্রি, পরদিন সোমবার থেকে বুধবার ৩৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকবে। এরপর আগামী শুক্রবার (২৩ মার্চ) সেই তাপমাত্রা বেড়ে হবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে নেমে যাবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত আগামী তিন মাসে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই সর্বোচ্চ হবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘন্টায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি