ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুকে কখনো পাকিস্তানিরা কিনতে পারেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৮ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে কখনো লোভ দিয়ে পাকিস্তানিরা কিনতে পারেন নি। তিনি সবসময় বাংলার মানুষের জন্য কাজ করে গেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

রোববার বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে এই আলাচনা সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে এই বাংলার মানুষের অবস্থা কি ছিল? মানুষের গায়ে কাপড় ছিল না, এক বেলা পেটপুরে ভাত জুটত না। চিকিৎসা, করম্সংস্থানের ব্যবস্থা ছিল না। বাঙালী ছিল সম্পূর্ণভাবে অবহেলিত একটি জাতি।

পূর্ব পাকিস্তানের আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। এদেশের কলকারখানার আয় ভোগ করত পশ্চিমা শাসকরা।

এই অবস্থার যাতে পরিবর্তন না হয়, সেজন্য অনেককে পশ্চিমপাকিস্তানের শাসকরা মন্ত্রী বানিয়ে দিত। এরফলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হত না। কিন্তু বঙ্গবন্ধু প্রতিমুহূর্তে বাংলার মানুষের দাবি দাওনা নিয়ে কথা বলতেন। তাকে কখনোই পশ্চিমারা কিনতে পারেনি। বঙ্গবন্ধু প্রতিমুহূর্তে বাংলার মানুষের দাবি দাওনা নিয়ে কাজ করেছেন।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি