ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

তৃণমূলের নেতাকর্মীরা সবসময় আমাকে সমর্থন দিয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:১৫, ১৮ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিতে বিভিন্ন সময় খারাপ সময় আসলেও তৃণমূলের নেতাকর্মীরা কখনোই আমার থেকে দূরে সরে যায় নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

রোববার বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে এই আলাচনা সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, তৃণমূলের নেতাকর্মীরা সমবসয় আমাকে সমর্থন দিয়েছে। গ্রামে যখন গিয়েছি, তখন গ্রামের সাধারন মানুষ আমার মাথায় হাত ভুলিয়ে দিয়ে বলেছে, তোমার বাবা জীবন দিয়ে গেল আবার তুমিও এসেছ।

তিনি বলেন, আমার বাবা দেশের মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছেন, আমিও সেই জন্য কাজ করছি। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশে এখন কুঁড়েঘর নাই বললেই চলে।

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি