ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নামিবিয়াকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ভারত

প্রকাশিত : ১৮:২৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নামিবিয়াকে ১৯৭ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করে পান্তর সেঞ্চুরিতে  ৩৪৯ রানের বিশাল স্কোর দাড় করায় ভারত । জবাবে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস। এদিকে, রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে ইংল্যান্ড। india winজয়ের জন্য ৩৫০ রানের বড় টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে তোপের মুখে পড়ে নামিবিয়া। উদ্বোধনী জুটিতে ৫৯ রান করলেও পরের ব্যাটসম্যানরা ব্যার্থ হলে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দেশটি ??। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন নিকো ডেভিন। এছাড়া ২৭ রান আসে দলপতি জেইন গ্রীনের ব্যাট থেকে। ভারতের পক্ষে মায়াঙ্ক ডাগার ২৫ রানে এবং আনমলপ্রিত সিং ২৭ রানে ৩টি করে উইকেট নেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১১১ রান করেন ওপেনার রিস্যাব পান্ত। মাত্র ৯৬ বলের মোকাবেলায় ১৪টি চার আর ২টি ছয়ের মার ছিল পান্তর ইনিংসে। এছাড়া ৭৬ রান করেছেন সরফরাজ খান। নামিবিয়ার পক্ষে ফ্রিটজ কোটজি ৭৮ রানে নিয়েছেন ৩টি উইকেট। এদিকে, রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে ইংল্যান্ড। মিরপুর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ৯টায়। সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ইংলিশরা। আর বি গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটের টিকেট পায় লংকানরা। শেষ চারে যাওয়ার লড়াইয়ে শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করেছে দুই দলই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি