ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজীপুর-খুলনা সিটি নির্বাচনের তফসিল ৩১ মার্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৯ মার্চ ২০১৮


আগামী ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেসন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই দুই সিটিতে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলাল্লুদ্দিন আহমদ।
দুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, কোনো মামলা না হলে গাজীপুর-খুলনাসহ ৫ সিটিতে নির্ধারিত সময়েই ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। একই দিন সিইসিও জানান, আগামী মে মাসের মধ্যেই গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটিতে নির্বাচন হবে।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি