ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সাভারে সুর্য্য উদয় বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশিত : ১১:২৫, ১৮ মে ২০১৬ | আপডেট: ১১:২৫, ১৮ মে ২০১৬

সাভারে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা সুর্য্য উদয় বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে। গেল মঙ্গলবার রাত থেকে সমিতির অন্তত ১৫শ গ্রাহক উলাইল বাজার এলাকায় সমবায় অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।  গ্রাহকরা জানায়, সাভার উপজেলার উলাইল বাজার এলাকার স্থানীয় একটি গার্মেন্টস এর কর্মকর্তা মো.মনির হোসেন উলাইল বাজার এলাকায় ১ বছর আগে সমবায় সমিতির অফিস ভাড়া নেয়। এলাকায় সুবিধাবঞ্চিত মানুষকে মোটা অংকের ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয় আমানতের টাকা নেয়। প্রায় তিন কোটি টাকা জমা হলে প্রতারক চক্রটি গতকাল টাকা নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি