ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

স্থায়ী উন্নয়নশীল দেশ হতে যেসব চ্যালেঞ্জ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৯ মার্চ ২০১৮

উন্নয়নশীল দেশ হিসেবে স্থায়ীভাবে টিকে থাকতে দক্ষতাবৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ বেশকিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।

চলমান মেগা প্রকল্প বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন ও মানবসম্পদ কাজে লাগিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে চায় সরকার। এজন্যে সরকারের ধারাবাহিকতাও প্রয়োজন বলে মনে করেন মন্ত্রীরা।

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌছানো বাংলাদেশের বড় অর্জন। নিউইয়র্কের স্থানীয় সময় গেল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মিশনে এক অনুষ্ঠানে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি-প্রাথমিকভাবে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের চিঠি হস্তান্তর করে।

এই অর্জনকে স্থায়ী রূপ দিতে বাংলাদেশকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মনে করেন অনেকেই। সক্ষমতা বৃদ্ধিসহ সর্বক্ষেত্রে স্বচ্ছতার তাগিদ দিয়েছেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।

এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে সমৃদ্ধি অর্জনের পথেই এগিয়ে যেতে চায় সরকার। গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতে পদ্মা সেতূ, কর্ণফুলি টানেলসহ সরকারের নেয়া নানা উদ্যোগের কারণেই এই সাফল্য।

আর স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, উন্নয়নশীল দেশের কাতারে স্থায়ীভাবে থাকতে হলে মানবসম্পদকে কাজে লাগাবে সরকার।

লক্ষ্য অর্জনে দুই মন্ত্রীই রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্বারোপ করেছেন।

সবকিছু ঠিক থাকলে ২০২৪ এ উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি