ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক পর্যটন মেলা ২২ মার্চ থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ১৯ মার্চ ২০১৮

আগামী ২২ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে এ মেলা।

পঞ্চদশ বারের মত আয়োজিত হবে এবারের মেলা। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ঢাকা ‘ট্রাভেল মার্ট-২০১৮’ নামক এবারের আসর মূল আয়োজক। মেলার টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও এয়ারলাইন পার্টনার বাংলাদেশ বিমান এবং সহযোগি পার্টনার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

২২ মার্চ বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

মেলা উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেলার এবারের আসরের চেয়ারম্যান এবং দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, “দেশের সম্ভাবনাময় পর্যটন খাত বিকাশে সহায়তার লক্ষ্য নিয়ে ১৫ বছর পূর্বে আমরা ‘ঢাকা ট্রাভেল মার্ট’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। বিগত বছরগুলোতে পর্যটন ক্ষেত্রে বিশেষ করে আভ্যন্তরীণ পর্যটনে ব্যাপক উন্নয়ন সাধিত; যাতে আম্রয়া কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি বলে মনে করি”।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ নাসির উদ্দীন উপস্থিত সাংবাদিকদের বলেন, “দেশের ট্যুরিজম খাত আগের থেকে অনেক উন্নতির দিকে যাচ্ছে। ২০১৬ সালের হলি আর্টিজানের মত ঘটনার পরেও বাংলাদেশে অনেকগুলো সম্মেলন সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি আমরা। তবে এখনও আরও অনেক উন্নতি করার কাজ করতে হবে। এরজন সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে”।

এদিকে মেলার এয়ারলাইন পৃষ্ঠপোষক বাংলাদেশ বিমানের বিপনণ ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আতিকুর রহমান চিশতী বলেন, “বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ বিমান সামনে থেকে ভূমিকা রাখছে।ঢাকা ট্রাভেল মার্টের মত উদ্যোগ আমাদের দেশের ট্যুরিজম খাতের উন্নয়নে সহায়ক হবে।দেশ ও বিদেশের পর্যটকদের বিমান ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতা আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ বিমানের বহরে নতুন দুইটি অত্যাধুনিক বিমান যোগ করা হচ্ছে।এবারের মেলায় পর্যটকদের জন্য বাংলাদেশ বিমান ব্যাংকক, কাঠমন্ডু, কলকাতা, রেঙ্গুন এবং আরও কিছু শহরে ভ্রমণে ২০ শতাংশ মূল্য ছাড় দিবে”। এছাড়াও গ্রাহকদের জন্য হোটেল, ট্যুর প্যাকেজ, ভ্রমণকালীন খাওয়া-দাওয়াসহ পুরো প্যাকেজ চালুর ঘোষণা দেন তিনি।   

এবারের আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশী-বিদেশী ৬৫টি প্রতিষ্ঠান ও সংস্থা অংশ নিচ্ছে।এতে থাকছে ৫টি প্যাভিলিয়ন এবং ৬০টি স্টল।


প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে প্রদর্শনী চলবে। মেলায় প্রবেশ করতে ৩০টাকা মূল্যের টিকেট প্রযোজ্য হবে। টিকেটের ওপর মেলা শেষে র‌্যাফল ড্র এর আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে মেলা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

//এস এইচ এস//  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি