বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতি শেখ হাসিনার
প্রকাশিত : ২৩:০৮, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩৩, ২০ মার্চ ২০১৮
বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা। দক্ষ নেতৃত্ব, মানবিকতা, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকার কারণে জরিপের ভিত্তিতে শেখ হাসিনাকে এই স্বীকৃতি দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্যা স্ট্যাটিসটিকস ইন্টারন্যাশনাল’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে, নিয়মিত বৈঠকে এই অর্জনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দন জানায় মন্ত্রিসভা। এসময় প্রধানমন্ত্রী বলেন, তার যা কিছু অর্জন, সব কিছুই দেশের জনগণের জন্য।
বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী কর্মকাণ্ড দিয়ে আরো আগেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের সুদৃঢ় অবস্থানের কথা জানান দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি মেয়াদসহ তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গি দমনেও বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন শেখ হাসিনা। জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার আর স্বীকৃতি রয়েছে তার ঝুলিতে।
হত্যা, নির্যাতনের কারণে পালিয়ে আসা মিয়ানমারের লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শেখ হাসিনা পেয়েছেন মাদার অব হিউম্যানিটির খ্যাতি।
২০১৭ সালে, বিশ্ব গণমাধ্যমে উপস্থিতির ভিত্তিতে, জরিপ পরিচালনা করে, সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্যা স্ট্যাটিসটিকস ইন্টারন্যাশনাল’। জরিপে, বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে শেখ হাসিনার নাম।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা পড়ে শোনান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার পক্ষ থেকে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার যা কিছু অর্জন, সবই জনগণের জন্য। বাংলাদেশের সম্মান আরো উপরে উঠুক এটাই প্রত্যাশা বলেও জানান শেখ হাসিনা।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ’ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এদিন মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধকালীন সময়ে সকল সামরিক-বেসামরিক বাহিনী সেনাবাহিনীর নির্দেশে কাজ করবে- এমন বিধান রেখে জাতীয় প্রতিরক্ষা নীতিমালা- ২০১৮’র খসড়ার অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া ভেজাল সার উৎপাদন ও বিক্রির অপরাধে সাজার মেয়াদ বাড়িয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে সার ব্যবস্থাপনা সংশোধন আইন- ২০১৮’র খসড়ার অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
আরও পড়ুন