ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইংলিশ ফুটবলার মিলসের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:১৮, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৬:১৮, ১৮ মে ২০১৬

পুরো নাম ড্যানিয়েল জন মিলস সাবেক ইংলিশ পেশাদার ফুটবলার। মাঠে চোখ ধাধানো নৈপুণ্যে মহিত করতেন দর্শকদের।  মিলস জন্মগ্রহণ করেন ১৯৭৭ সালের ১৮ই মে নরউইচে। মিলস খেলতেন রাইট ব্যাক পজিশনে। তবে কখনও কখনও সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে দেখা যেতো তাকে। মূলত তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় নরউইচ সিটির হয়ে। ১৯৯৮ সালে তিনি চলে আসেন চার্লটন অ্যাথলেটিকে। এই ক্লাবে অসাধারন ফুটবল খেলে দলটিকে প্রিমিয়ার লিগে উঠতে ভুমিকা রাখেন মিলস। পনের মাস পরে তিনি নাম লেখান লিডস ইউনাইটেডে। ২০০৩-০৪ মৌসুমে মিলস পারি জমান ম্যানটেস্টার সিটিতে। এই ক্লাবের হয়ে তিনি এভারটনের বিপক্ষে ২৫ গজ দুর থেকে অসাধারন এক গোল করে অসংখ্য দর্শকদের মন জয় করেন। একজন রাইটব্যাক হিসেবে এটাই ছিলো তার ক্যারিয়ারের একমাত্র গোল। ২০০৬ সালে তিনি নাম লেখান হাল সিটির হয়ে। কয়েক মাস পরেই তিনি আবরও ফিরে আসেন পুরোনো ক্লাব লিডস ইউনাইটেডে। এই ক্লাবের হয়ে মিলস চমৎকার নৈপুন্য দেখানোর জন্য ডাক পান ইংল্যান্ড জাতীয় দলে। জাতীয় দলের একজন নির্ভরযোগ্য রাইটব্যাক হিসেবে মিলস জায়গা করে নেন ২০০২ সালের বিশ্বকাপ স্কোয়াডে। হাটুর চোটের কারনে ২০০৯ সালে সব ধরনের ফুটবর থেকে অবসর গ্রহন করেন এই কুশলী ফুটবলার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি