ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত : ১৪:১৫, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৪:১৫, ১৮ মে ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জ আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে একই মামলার ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানার আবেদন জানান প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। একাত্তরে লাখাই থানার ফান্দাউক ইউনিয়ন রাজাকার কমান্ডার সে সময়কার মুসলিম লীগ নেতা মো. লিয়াকত আলী ও অষ্টগ্রাম থানার আলবদর কমান্ডার রজব আলীর বিরুদ্ধে গত বছরের ২৭ ডিসেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের দু’জনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও লুটপাটের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি