ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

‘কারিগরি ত্রুটির কারণে সৈয়দপুরগামী বিমানের ফ্লাইট ফেরত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২০ মার্চ ২০১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইট মঙ্গলবার উড্ডয়নের ৩০ মিনিট পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি রয়েছে এমন সন্দেহের পর পাইলট এ সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে বিমানের মহাপরিচালক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বিজি ৪৯৩ ফ্লাইটটি আজ দুপুর ১২টা ১০ মিনিটে সৈয়দপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কিন্তু প্রায় ৩০ মিটির পরে কারিগরি সমস্যার কারনে সেটি ফিরে আসে এবং এখানে নিরাপদে অবতরন করে। ওই ফ্লাইটে থাকা ৫৩ জন যাত্রী ও ৪ জন ক্রু’র সবাই নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

শাকিল মেরাজ বলেন, পাইলট জরুরি অবতরণের জন্য কোন আনুরোধ জানাননি। এটা শুধুই একটি যান্ত্রিক ত্রুটি এবং পাইলট কোনধরনের ঝুঁকি নিতে চান নি, তাই তিনি ফেরত এসেছেন।

তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রকৌশলীরা উড়োজাহাজটি পরীক্ষা করেছেন এবং উড়োজাহাজটির একটি পরীক্ষামূলক উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশা করছি পরীক্ষামূলক উড্ডয়নের পর খুব অল্পসময়ের মধ্যে উড়োজাহাজটি আবার যাত্রী পরিবহন করবে। সূত্র: বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি