ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতি

দুর্নীতি অসত্যের সঙ্গে আপোস নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ২০ মার্চ ২০১৮

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুর্নীতি অসত্যের সঙ্গে আপোস না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদমঙ্গলবার বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে আহবান জানান তিনি

রাষ্ট্রপতি বলেন, তোমরা কখনো কোন অন্যায় ও অবিচারের কাছে মাথা নত করো না। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে যথাযথ সেবা প্রদান করে তোমাদের অর্জিত সার্টিফিকেটের মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা করবে। মুক্তচিন্তা ও স্বাধীনতার চেতনা ধারণ করা এবং সমাজ তথা দেশের উন্নয়নের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য সর্বদা চিন্তাভাবনা করার কথা বলেন। বিশ্বমানের জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে দেশের অব্যাহত উন্নতি নিশ্চিত করার আহবান জানান।

তিনি বলেন, আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। তরুণ প্রকৌশলীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও অর্জিত জ্ঞান এক্ষেত্রে ব্যবহার করতে পারে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২০২১ ও ভিশন-২০৪১’ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রাখার কথা বলেন রাষ্ট্রপতি।

আর্থ-সামাজিক ক্ষেত্রের সব দিকে অভূতপূর্ব উন্নয়ন করায় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। ছাত্র-শিক্ষক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের অভিভাবকের মতো আরো দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সমাবর্তন বক্তা ছিলেন। উপস্থিত ছিলেন ডুয়েট উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মো. জাহিদ আহসান রাসেল এমপি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সূত্র: বাসস

 আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি