ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রেকর্ড পরিমাণ দামে গোলাপী হিরা বিক্রি

প্রকাশিত : ১৬:১২, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৬:১২, ১৮ মে ২০১৬

সুইজারল্যান্ডের জেনেভায় রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়ে গেলো দুর্লভ একটি গোলাপী হিরা। ৩ কোটি ১৬ লাখ মার্কিন ডলারে হিরাটি বসানো একটি আংটি কিনে নেন এশিয়ার এক নাগরিক। গোলাপী হীরাগুলোর মধ্যে পূর্বের সব রেকর্ড ভাঙা এ হীরাটিই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে। গোলাপী হীরা। পৃথিবীর দুর্লভ হীরাগুলোর মধ্যে একটি। এরইমধ্যে রেকর্ড তৈরি করেছে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু এ হীরাটি। সুইজারল্যান্ডের জেনেভায় ১৫ দশমিক ৩৮ ক্যারেটের হীরাটি নিলামে উঠে। ৩ কোটি ১৬ লাখ ডলারে বিক্রি হয়ে আগের সব রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া এ হীরাটি। এর আগে ২০১০ সালে প্রায় ২৫ ক্যারেটের একটি গোলাপী হীরা বিক্রি হয় জেনেভার নীলামে। দাম উঠে ৪ কোটি ৬২ লাখ ডলার। জেনেভায় বিভিন্ন দুর্লভ হীরার নিলাম হয়। গেলো নভেম্বরে এক ব্যক্তি তার ৭ বছর বয়সী মেয়ের জন্য এখান থেকে ২ কোটি ৮৫ লাখ ডলারের একটি নীল হীরা কিনে নেন। এর একদিন পরেই ৪ কোটি ৮৪ লাখ ডলারে বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল হীরাটিও কিনে নেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি