ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলা, ইংলিশ থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রস্তাবিত একমুখী নীতি অবাস্তব

প্রকাশিত : ১১:২৩, ১৯ মে ২০১৬ | আপডেট: ১১:২৩, ১৯ মে ২০১৬

বাংলা, ইংলিশ থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় প্রস্তাবিত একমুখী নীতি অবাস্তব বলে মন্তব্য করছেন শিক্ষাবিদরা। চাহিদার  সাথে যোগান দিতে হিমশিম খাচ্ছে সরকার এমন অভিযোগ করে তারা বলছেন, শিক্ষামান বৃদ্ধিতে চাই প্রশিক্ষিত শিক্ষক, বন্ধ করতে হবে নিয়োগ-ভর্তি বাণিজ্য। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না হলে তৃণমূল থেকে শিক্ষার মানোন্নয়ন সম্ভব না বলেও মন্তব্য তাদের। সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি এখন দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষায় অসুস্থ প্রতিযোগিতা ও অযাচিত চাপ কমাতে গ্রেডিং সিস্টেম পর আসলো সৃজনশীল পদ্ধতি। কোমলমতি শিক্ষার্থীরা যেন একটু হাফ ছেড়ে বাঁচলো। কিন্তু আবার দেখা যাচ্ছে, এসএসসির আগেই চলে এসছে জেএসসি-পিএসসি’র মতো দুটি বড় পরীক্ষা। শিক্ষা ব্যবস্থার এই দ্বিমুখী নীতি আত্মঘাতী বলেই মন্তব্য করলেন শিক্ষাবিদ ড. হোসেন জিল্লুর রহমান। চাহিদা আর যোগানে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে সরকার, মুখ থুবড়ে পরছে মানোন্নয়ন- পর্যবেক্ষন, এমনও অভিযোগ তার। এদিকে, আমলাতান্ত্রিক জটিলতা আর প্রশাসনিক বিকেন্দ্রীকরন না হলে শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন ড. খলীকুজ্জামান। এমনকি শিক্ষক নিয়োগে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তিতে দলীয় স্বজনপ্রীতি আর ঘুষ বানিজ্য বন্ধেরও দাবী জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি