ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

‘গণমানুষের শান্তির জন্যই রাজনীতি করি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২২ মার্চ ২০১৮ | আপডেট: ১৩:২৩, ২২ মার্চ ২০১৮

স্বল্পোন্নত দেশে থেকে বাংলাদেশের উত্তরণকে স্মরণীয় করে রাখছে দেশব্যাপী উদযাপন চলছে। এ সমৃদ্ধি-সাফল্যের পথিকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছেন। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের স্বার্থে ও গণমানুষের শান্তির জন্যই রাজনীতি করি।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশের অগ্রযাত্রা মেনে নিতে পারেনি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালিকে যে দাবায়া রাখতে পারবে না সেটা আবারও প্রমাণ হয়েছে।’

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছে বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশের স্বপ্নপূরণের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিয়েছে জাতি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে। এরই মধ্যে তার কাছে হস্তান্তর করা হয়েছে উন্নয়নশীল দেশে পৌঁছার সনদ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএনসিডিপি) এ সনদ প্রদান করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরুর পর উন্নয়নের এ স্তরে উত্তরণ এবং জাতিসংঘের সুপারিশপত্র গ্রহণ পর্যন্ত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

ডকুমেন্টারির মূল বক্তব্যে বলা হয়েছে, একটি সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তার অবর্তমানে যোগ্য উত্তরসূরি হিসেবে সেই সোনার বাংলা গড়তে বিরামহীনভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন সরকারের ধারাবাহিক উন্নয়ন ছুঁয়ে গেছে শহর থেকে গ্রাম। শুধু অবকাঠামোই নয়, উন্নয়নের সেই ছোঁয়া লেগেছে আর্থ-সামাজিক সব খাতেই। আর সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শনের ফলে।

সকালের এ অনুষ্ঠানে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করায় একটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি