ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

আবারও ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়

প্রকাশিত : ১৩:৩৬, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ১৯ মে ২০১৬

ভারতের পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়। প্রাথমিক ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে দিদির দল- তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তামিলনাড়–তেও আবারও সরকার গঠন করতে যাচ্ছে জয়ললিতার দল। তবে আসামে প্রথমবারের মতো বিজেপি, কেরালায় বাম ফ্রন্ট ও পদুচেরিতে কংগ্রেস সরকার গঠন করতে যাচ্ছে বলে প্রাথমিক ফলাফলে আভাষ পাওয়া গেছে। আবারও মমতা বন্দোপাধ্যায়েরই জয় জয়কার। পশ্চিমবঙ্গে সিংহাসনে আবারও বসতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। প্রাথমিক ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে তার দল। নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত মোটেই সুবিধা করতে পারেনি বাম-কংগ্রেস জোট। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের ভোট গণনায় ২১৮ টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর বাম-কংগ্রেস জোটের লিড মাত্র ৭০ আসনে। অন্যদিকে তামিলনাড়–তে ভোট পরবর্তী সমীক্ষাকে ভুল প্রমাণ করে আবার ক্ষমতায় থেকে যাচ্ছেন জয়ললিতার দল এডিএমকে। যদিও প্রতিদ্বন্দ্বী করুনানিধির ডিএমকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে তাকে। দুই দলের আসনের ব্যবধান মাত্র ২৬। এদিকে আসামে প্রথমবারের মতো সরকার গঠনের পথে নরেন্দ্র মোদির দল বিজেপি। প্রাথমিক ফলাফলে ১২৬ আসনের মধ্যে ৭৬টিতেই বিজেপির জয়ের আভাস পাওয়া গেছে। এছাড়া কেরালায় এবার আর উমেন চন্ডির ইউডিএফের রাজত্ব থাকছেনা। তার জায়গা এবার দখল করে নিয়েছে বাম ফ্রন্ট। আর পদুচেরিতে কংগ্রেস এগিয়ে রয়েছে। ভোটের আগে নারদ কেলেঙ্কারি, ফ্লাইওভার ধ্স, দুর্নীতির অভিযোগ, গোষ্ঠিদ্বন্দ্ব সব মিলিয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল মমতার দল। যদিও গ্রামীণ ভোটারদের মধ্যে এসব ইস্যুর তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন কেউ কেউ। বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে এ নির্বাচনের ফলের দিকে। তিস্তার পানি বণ্টনের বিষয়টি অনেকখানি নির্ভরও করছে এর ওপর। মমতা বন্দোপাধ্যায়ের আশ^াস কতখানি বাস্তব হবে সেটাই দেখার অপেক্ষা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি