ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিমান দুর্ঘটনা: নিথর ৩ দেহ ঢাকা পৌঁছেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২২ মার্চ ২০১৮

নেপালের আন্তর্জাতিক ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত নজরুল ইসলাম, পিয়াস রায় মোহাম্মদ আলিফুজ্জামানের মরদেহ ঢাকায় পৌঁছেছে। তাদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা ছিলেন স্বজনরা।

বৃহস্পতিবার বিকেলে ৪টা ৫৫ মিনিটে মরদেহবাহী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৭২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে দুপুর ৩টা ১৫ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে মরদেহগুলো ঢাকার পথে রওনা দেয়।

ইতিমধ্যেই বিমানবন্দরের কর্তৃপক্ষ নিহত তিন পরিবারের একজন করে সদস্য ভেতরে নিয়ে গেছেন মরদেহ গ্রহণ করার জন্য। এর সঙ্গে তিনটি অ্যাম্বুলেন্সও ভেতরে প্রবেশ করানো হয়েছে। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেটে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

গত সোমবার বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ দেশে আনা হয়। তারা হলেন- আঁখি মনি, বেগম নুরুন্নাহার, শারমিন আক্তার, নাজিয়া আফরিন, এফএইচ প্রিয়ক, উম্মে সালমা, বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ বাংলাদেশি নিহত হয়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি