ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে সরকার

প্রকাশিত : ১৯:০৫, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৯:০৫, ১৯ মে ২০১৬

বিদ্যুৎ ও জ্বালানি খাতের অর্থায়নে দ্রুতই আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়বে সরকার। শুধুমাত্র দাতাদের অর্থায়নে এ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব না হওয়ায় এমন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানির বিদ্যুৎ ভবনে এক সেমিনারে এসব কথা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ২০২০ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়াতে চায় সরকার। রুপপূর পারমানবিক বিদুৎ কেন্দ্রের পাশাপাশি বেশ কয়েকটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এ সময়ের মধ্যে নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এজন্য শুধুমাত্র দাতা সংস্থার অর্থায়ন যথেষ্ট নয়। এজন্য বিশ্ববাজার ও অভ্যন্তরিন বাজারে বিভিন্ন ধরণের বন্ড ও শেয়ার বিক্রির মাধ্যমে, কিভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যাক্তিরা কথা বলেন সেমিনারে। প্রতিমন্ত্রীর মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে অর্থায়নের সব উৎস নিয়েই ভাবছে সরকার। একই মত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টারও। আগামীতে খনিজ সম্পদ খাতের কোম্পানিগুলোর জন্য এ ধরণের অর্থায়নের কথা সরকার ভাবছে বলেও জানান তৌফিক ই এলাহি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি