ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১৫, ২৩ মার্চ ২০১৮

বিমান দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ পাইলট কাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় আফসানা খানম মারা যান। তার মৃত্যুর খবর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. মো. বদরুল আলম মণ্ডল গণমাধ্যমকে নিশ্চিত করছেন।

তাকে নিয়ে তার পরিবার আজ সকাল পর্যন্তও আশাবাদী ছিল। কিন্তু সে আশা দুরাশায় পরিণত হয়ে ৯টার পরই তার মৃত্যুর সংবাদ তার পরিবার। এর পর থেকেই হাসপাতালে স্বজনদের ভিড় বাড়তে থাকে। একমাত্র ছেলে মাহি স্বজনদের গলা জড়িয়ে কাঁদছিল। বারবার বলছিল, বাবা-মা একটিবারের জন্য হলেও ফিরে এসো। নেপালে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটির পাইলট ছিলেন আবিদ। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে উদ্বিগ্ন ছিলেন তার স্ত্রী আফসানা। প্রথমে তাকে জানানো হয়েছিল, আবিদ আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। পরে তার মৃত্যুর সংবাদ আসে। এরপর থেকে স্ত্রী আফসানা ভেঙে পড়েন। গত রোববার সকাল থেকে আফসানা মাথায় প্রচণ্ড যন্ত্রণা বোধ করছিলেন। প্রথমে তাকে তাদের বাসার কাছে উত্তরাতেই একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরে শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়।

টিআর/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি