ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিবিসির বিশ্লেষণ

এ অর্জনে কৃষকেরও বড় ভূমিকা রয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৩ মার্চ ২০১৮

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এ সংক্রান্ত শর্তগুলো পূরণ করায় জাতিসংঘ এই স্বীকৃতি দেয়। এই যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়।

তবে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির জন্যে বাংলাদেশকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল শোভাযাত্রার মাধ্যমে তা উদযাপন করেছেন। এবং আগামী সাতদিন ধরে এই উৎসব চলবে বলে কর্মকর্তারা বলছেন। কিন্তু বাংলাদেশের এই অর্জন কি শুধু সরকারি কর্মচারীদের কল্যাণে হয়েছে?

রাজধানী ঢাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শোভাযাত্রায় বাদ্য-দলের বাজনা এবং দেশের গান বাজাতে যেমন দেখা যায়, তেমনি তারা ব্যবহার করেছেন রঙ-বেরঙের ব্যানারও। সরকারের ৬৭টি মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দুপুরে জড়ো হন নগরীর নয়টি পয়েন্টে। এই পয়েন্টগুলো থেকে বর্ণিল শোভাযাত্রা নিয়ে তারা যান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের যে স্বীকৃতি পেয়েছে, তার পিছনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় অবদান রয়েছে। সেকারণে আনন্দ ভাগাভাগি করতে তারা শোভাযাত্রায় শরিক হয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই অর্জনের পেছনে দেশের কৃষকেরও বড় ভূমিকা রয়েছে।

এর সাথে সামাজিক অন্যান্য খাত এবং বেসরকারি উদ্যোক্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অবদানও কম নয়। ফলে কারও অবদানকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

সূত্র: বিবিসি বাংলা

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি