ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

‘উন্নয়নশীল দেশে উত্তরণে সমবায়ের বৈপ্লবিক ভূমিকা রয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৩ মার্চ ২০১৮

উন্নয়নশীল দেশে উত্তরণে দেশের লাখ লাখ সমবায় প্রতিষ্ঠান বৈপ্লবিক ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। শুক্রবার রাজধানীর আইইবি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৩তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠানটির আয়োজিত ড. আখতার হামিদ খান পল্লী উন্নয়ন ও সমবায় উন্নয়ন পদক এবং সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সাফল্যগাথাঁকে এগিয়ে নিতে সমবায়ীদের সর্বোচ্চ মেধা, মনন, শ্রম, একতা ও সততার সদ্ব্যবহার করার জন্য আহবান জানান।

মসিউর রহমান রাঙ্গা  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্গঠনে সমবায় খাতকে কাজে লাগিয়ে সফল হন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লীর অবহেলিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও তাদের জীবন মানোন্নয়নে একটি বাড়ি একটি খামারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন।

তিনি পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নির্বাচিত প্রতিনিধিদের কার্যকাল ৫ বছরে উন্নীতকরণ, উপজেলা উন্নয়ন কমিটিতে সদস্য অন্তর্ভুক্তিকরণ, মূলধন বৃদ্ধি, সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে সহায়তার ঘোষণা দেন।

পরে প্রতিমন্ত্রী দেশর পল্লী ও সমবায় উন্নয়নে বিশেষ অবদান রাখায় সফল সমবায়ীদের মাঝে ড. আখতার হামিদ খান সম্মাননা পদক তুলে দেন।

ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার ও সংগঠনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বল। বাসস

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি