ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

৬ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা

প্রকাশিত : ১৩:২৩, ২০ মে ২০১৬ | আপডেট: ১৩:২৩, ২০ মে ২০১৬

ব্লগার, লেখক ও প্রকাশক খুন এবং হত্যা চেষ্টার ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়ার পরই ৬ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা করা হয়েছে।  স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গত বছর ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। এ ঘটনায় গুরুতর আহত হয় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। আর চলতি বছরের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ রকম অন্তত ১০ লেখক, ব্লগার ও প্রকাশক হত্যার সাথে জড়িত সন্দেহে নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলাটিমের ৬ সদস্যের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয় ১৮ লাখ টাকার পুরষ্কার। ডিএমপির অফিসিয়াল সাইটে জঙ্গিদের নিয়ে তথ্য প্রকাশের পর এনিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা জিজ্ঞাসাবাদে পুরষ্কার ঘোষিত জঙ্গিদের বিষয়ে তথ্য দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি