ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

‘গণতন্ত্র কি জার্মানদের কাছ থেকে শিখতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৪ মার্চ ২০১৮

বাংলাদেশের সরকার পদ্ধতি ও গণতন্ত্র নিয়ে জার্মান গবেষণা প্রতিষ্ঠানের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে সরকার। সরকারের রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

রিপোর্টটির ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, যে সমীক্ষার ভিত্তিতে রিপোর্টটি করা হয়েছে, সেটির তথ্য তারা কোথায় পেয়েছে? রিপোর্টটি যদি ২০১৫ সাল থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে সেবছর তো বাংলাদেশে উল্টো ঘটনা ঘটছিল।

বিরোধী দল বিএনপি যে অগ্নি-সন্ত্রাস শুরু করেছিল, তখন বাংলাদেশে সাধারণ মানুষ চরমভাবে লাঞ্ছিত হচ্ছিলেন, তাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছিল,আহত করা হচ্ছিল।

এইচ টি ইমাম বলেন, বাংলাদেশে যারা গণতন্ত্র বা নির্বাচন নিয়ে কাজ করেন, তাদের কারও কাছে কখনো তিনি এরকম কোন সমীক্ষা হচ্ছে বলে শোনেন নি।

প্রসঙ্গত, বিশ্বের ১২৯ টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান `বেরটেলসম্যান স্টিফটুং` তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশে স্বৈরতন্ত্র ভর করেছে। রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।

সূত্র : বিবিসি
/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি