ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

উড্ডয়নের ২৫ মিনিটে ইউএস-বাংলার বিমানের জরুরি অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১২:১২, ২৪ মার্চ ২০১৮

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। ‘ফুয়েল ফিল্টারে’ সমস্যার কারণে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর ফিরে আসে বোয়িং ৭৩৭ বিমানটি।

জানা যায়, আজ শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে বোয়িং ৭৩৭ বিমানটি। তবে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানের পাইলট।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। ফ্লাইটটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।’ তিনি আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। কোনও ত্রুটিও পাওয়া যায়নি।’

টিআর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি