ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাত হাজার টাকা চাঁদা না দেয়ায় প্রান দিতে হলো চা দোকানী বাবুলকে এমনটাই দাবি পরিবারের

প্রকাশিত : ২০:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

সাত হাজার টাকা চাঁদা না দেয়ায় প্রান দিতে হলো চা দোকানী বাবুল মাতুব্বরকে, এমনটাই দাবি তার পরিবারের। তারা বলছেন, চাঁদা না দেয়ায় পুলিশের উপস্থিতিতে সোর্স দেলোয়ার কেরোসিনের চুলা ছুড়ে দেয় বাবুলের দিকে। এদিকে এঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সম্পন্ন হয়েছে তদন্ত প্রক্রিয়াও। babulগেল বুধবার মিরপুর গোদারাঘাটে নিজ দোকানের চুলার আগুনে ঝলসে যান বাবুল মাতুব্বর। তারপর থেকে নিভে গেছে তার ঘরের চুলাও। একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবারের সদস্যরা। অভিযোগ চাঁদা না দেয়ায় ঘটানো হয়েছে এই হত্যাকান্ড। স্বামী হারানোর কথা মনে পরতেই, জ্ঞান হারিয়ে ফেলেন আট মাসের অন্তসত্তা স্ত্রী। প্রত্যক্ষর্শীরা বলছেন, পুলিশের সোর্স হিসেবে পরিচিত দেলোয়ারই ঘটিয়েছে এই হত্যাকান্ড। আর দায়িত্বে থাকা পুলিশের নিরব ভূমিকা নিয়েও প্রশ্ন তাদের। বিভিন্ন সময় পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিলেন বাবুল। ২০১৫ সালের ১৬ই আগষ্ট মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনারের কাছে এক আবেদনে একথা জানান তিনি। এদিকে, এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, দোষীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সোর্স ব্যবহারের ক্ষেত্রে পুলিশকে আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি