সরকারি বিভিন্ন পদক্ষেপেও কমছে না ভিক্ষুকের সংখ্যা(ভিডিও)
প্রকাশিত : ১৭:৪৭, ২৪ মার্চ ২০১৮
সরকারি বিভিন্ন পদক্ষেপেও কমছে না ভিক্ষুকের সংখ্যা। রাজধানীর প্রায় প্রতিটি স্থানেই ভিক্ষুকের অবাধ বিচরণ। তাদের কেউ কেউ শারীরিক প্রতিবন্ধী। আবার সুস্থ সবল অনেক নারী- পুরুষও জড়িয়ে পড়ছে ভিক্ষাবৃত্তিতে। ভিক্ষুকদের পুণর্বাসনে সরকার নানা উদ্যোগ নিলেও, প্রতারক ও মৌসুমী ভিক্ষুকদের কারণে তা ভেস্তে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত থাকছে আজ রাত ১০টায় একুশের চোখ অনুষ্ঠানে।
হাতে প্রেসক্রিপশন, চিকিৎসা সহায়তার জন্য দীর্ঘদিন ধরে পথচারীদের কাছ থেকে টাকা আদায় করছেন এই ব্যক্তি। ক্যামেরা কাছে যেতেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
অন্য রোগীর প্রেসক্রিপশন হাতে নিয়েই চলছে তার ভিক্ষাবাণিজ্য।
রাজধানীর বিভিন্নস্থান ঘুরে দেখা গেছে, প্রতিবন্ধী ভিক্ষুকদের তুলনায় সুস্থ নারী- পুরুষের সংখ্যাই বেশি। কাজ দিতে চাইলেও করতে নারাজ তারা।
২০১৪ সালের ২২ জানুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ি, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়। তবে, সেই কার্যক্রম শুধুমাত্র সাইনবোর্ড বসানোর মধ্যেই সীমাবদ্ধ।
এছাড়া, ভিক্ষুকদের পুণর্বাসনে সরকার উদ্যোগ নিলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। যাদের পুণর্বাসন করা হয়েছিল তারা আবার ফিরে এসেছে ভিক্ষাবৃত্তিতে।
মানবাধিকার কর্মীরা বলছেন, ভিক্ষুকদের নিবৃত্ত করতে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা জরুরি।
আর মানবিক কারণে ভিক্ষুকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যাচ্ছে না বলে জানালেন সমাজকল্যাণ মন্ত্রী।
ভিক্ষাবৃত্তি বন্ধে সরকারি উদ্যোগের যথাযথ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন