ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

ঘুর্ণিঝড় রোয়ান মোকাবেলায় সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশিত : ১৫:৪১, ২০ মে ২০১৬ | আপডেট: ১৫:৪১, ২০ মে ২০১৬

ঘুর্ণিঝড় রোয়ান মোকাবেলায় সরকারি-বেসরকারিসহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার গুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্তহয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে কন্ট্রোলরুম স্থাপন এবং প্রতিটি উপজেলায় আলাদা আলদা কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেয়া হয়। সভায় দুর্যোগ মোকাবেলায় সকল সেবাধর্মী প্রতিষ্ঠানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।  সভায় ঘুর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ারও নির্দেশ দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি