ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন: ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ২০:৪৬, ২৪ মার্চ ২০১৮

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। শনিবার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভা ও বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।    

কমিশনার রফিকুল ইসলাম বলেন, সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েই আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করেছি। সংবিধানে যে ব্যবস্থা থাকবে ইসি সেভাবেই নির্বাচন পরিচালনা করবে।   

তিনি বলেন, যতো দিন এই সংবিধান এবং আরপিও বহাল থাকবে ততো দিন সংসদ নির্বাচন এক দিনেই অনুষ্ঠিত হবে। দেশে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। আমরা চাই সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক।

তিনি আরো বলেন, যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি কোন দল নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে জোর করে আমরা কোনো দলকে অংশগ্রহণ করাতে পারি না। 

মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, পুলিশ সুপার সনজিৎ কুমার রায়, জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা। 

আর/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি