ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

স্বর্ণদ্বীপ হয়ে উঠতে পারে আরেক সিঙ্গাপুর: রাষ্ট্রপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ২৪ মার্চ ২০১৮

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার স্বর্ণদ্বীপের সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সুপরিকল্পিত পদক্ষেপ নিলে এই দ্বীপ জাতীয় অর্থনীতিতে বিরাট  অবদান রাখবে। এই দ্বীপকে সুন্দরভাবে সাজাতে পারলে ভবিষ্যতে এটি বাংলাদেশের জন্য আরেক সিঙ্গাপুর হয়ে উঠবে।

শনিবার  স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রপতি এসব এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আয়তনের দিক থেকে এটি প্রায় সিঙ্গাপুরের সমান এবং সমুদ্রের সন্নিকটে। এই দ্বীপকে আরও টেকসই করতে চারপাশে বাঁধ দেয়া দরকার।

দুপুরে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপ আসেন রাষ্ট্রপতি। এরপর তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে হাসপাতালটির নির্মাণ কাজ সমাপ্ত হবে।

এরপর রাষ্ট্রপতি ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে স্বর্ণদ্বীপে ম্যানুভার প্রশিক্ষণ এলাকার পরিকল্পিত ব্যবহার দেখে প্রশংসা করেন এবং স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ সুবিধা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিকল্পিত বনায়ন, উন্নত প্রজাতির নারিকেল বাগান, মিলিটারি ফার্ম পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় অন্যান্যের মধ্যে সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, মেজর (অব:) সুবিদ আলী এমটি, সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদ, ডিআইজি মনিরুজ্জামান, নোয়াখালীর জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআই/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি